নীরবতার কয়েক অক্ষর

পায়ের কাছে সবুজ এক সাপ,

ফণা তোলে না, ফণাই নেই তার।

গুটিয়ে আছে মানব-মনস্তাপ।

নির্জনতায় পুরনো পুকুরপাড়।

কী হতো ওই ফণাটি যদি পেত,

বিষের নীলে আকাশভরা নীল

জাড্য তবে কোথায় দূরে যেত!

তারায় তারা হাসত খিলখিল!

চমকে সরে গেলাম চলার পথে,

বিষ আছে কি বিষ নেই ও সাপে?

বাঁচাটাই তো এখন কোনোমতে!

পাল্লাতে কে পাপের ভরা মাপে?

হাঁটার মতো হাঁটাই আসল কথা!

নীরবতার কয়েক অক্ষর।

আগেও ছিল এখনো নীরবতা!

বিষের বাটি! ভাসছে দুধের সর!

মানুষ তোলে মাঠের পাকা ধান-

জীবন এক গড়িয়ে চলার নাম-

আমার জন্য-দিকভোলানো গান।

সবুজ সাপ! পার হয়ে গেলাম।

কোথায় কোন বাড়িতে এই যাওয়া!

সব হারানো-এতেই মনস্তাপ!

ঠিকানাও তো হয়নি খুঁজে পাওয়া।

পথিক নেই, কেবল পায়ের ছাপ!

মুছেই যাবে! যাক তবু তো চলছি।

একেই আমার পদ্য এখন বলছি।