ভালোবেসে

এই আমি এক্ষুণি এলাম আর
এক্ষুণি সময় হলো তোমার যাবার?
কিছুটা না হয় দেরী করে যেতে অপেক্ষাটি ছুঁতে-
কিছুটা না হয় সেচ করে যেতে বীজটিকে পুঁতে!
তা নয়! উঠেই গেলে
সম্পন্ন সমুদ্র বুকে বিকেলটি ঠেলে
প্রান্তরে পা ফেলে।
তারপর এলো সন্ধ্যা,নক্ষত্র তখন তার আগুনের অক্ষরে অক্ষরে
সারারাত ধরে
লিখে গেলো কার নাম আকাশের পটে?
সে আমার সে তোমারআমি দেখি আমাদেরই বটে।
পৃথিবীর তিনভাগ জীবনের পুরোটাই
যতদূর যাই
জীবনের উত্থান পতন ক্রমে সমুদ্র অপার-
মাতাল আঙুলে ঢেউ-
বালি তীরেঅবিরাম যোগচিহ্ন যুক্ত করে ফিরে ফিরে
লিখে যায় ভালোবেসে
আমাদের ব্যক্তিগত নাম!
তুমি উঠে যাওনি তো,
দূরে তুমি যাওনি তো,
নক্ষত্র ফলিত জল,
অন্ধকার তবু কী উজ্জ্বল-
কোথাও বিচ্ছেদ নেই তোমার বা আমার।
১.২.২০১৪ ঢাকা –