জোছনাবাড়ি

আকাশ কাটে মেঘের সুতো
নীল জলে তার স্বপ্ন ভাসে
নৌকো হয়ে,
পাল তুলে দেয় অবুঝ মাঝি,
কাশবনে ফুল তাঁতের শাড়ি,
মন যেতে চায় জোছনাবাড়ি।

কেন নেবে নাও ছিন্ন হাসি
পরবাসী মনটা কাঁদে
ঘরের ছাদে,
হিম কুয়াশার অন্ধকারে
একা একা স্বপ্ন দেখি,
দুঃখবোধের লাগাম থেকে
বেরিয়ে আসে সাপের ফণা,
তন্দ্রা হরিণ ঘুমিয়ে থাকে
গোলপাতাতে লেপ্টে থাকে
নীল জোনাকি,
দিচ্ছে উড়াল বনের পাখি,
হাওয়ায় হাওয়ায় উড়ছে ডানা,
কেউ জানে না তার ঠিকানা,
হঠাৎ দেখি দু’হাত আমার
বাতাস কেটে পাখির মতো
আকাশ পথে দিচ্ছে পাড়ি
ঠিকানা তার জোছনাবাড়ি।