তুই ফেলে এসেছিস কারে,
মন, মন রে আমার।
তাই জনম গেল, শান্তি পেলি না রে মন,
মন রে আমার।।
যে পথ দিয়ে চলে এলি
সে পথ এখন ভুলে গেলি–
কেমন করে ফিরবি তাহার দ্বারে মন,
মন রে আমার।।
নদীর জলে থাকি রে কান পেতে,
কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে।
মনে হয় যে পাব খুঁজি
ফুলের ভাষা যদি বুঝি,
যে পথ গেছে সন্ধ্যাতারার পারে মন,
মন রে আমার।।
Tui Fele Esechish Kare - Jayati Chakaraborty
রবীন্দ্রনাথ ঠাকুর- এর আরো পোষ্ট দেখুন →
রেটিং করুনঃ