আমি স্বপনে রয়েছি ভোর,

আমি স্বপনে রয়েছি ভোর, সখী, আমারে জাগায়ো না।

আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখি

তারি স্বপনে রয়েছি ভোর, আমার স্বপন ভাঙায়ো না।

কাল ফুটিবে রবির হাসি, কাল ছুটিবে তিমিররাশি–

কাল আসিবে আমার পাখি, ধীরে বসিবে আমার পাশ।

ধীরে গাহিবে সুখের গান, ধীরে ডাকিবে আমার নাম।

ধীরে বয়ান তুলিয়া নয়ান খুলিয়া হাসিব সুখের হাস।

আমার কপোল ভ’রে শিশির পড়িবে ঝ’রে–

নয়নেতে জল, অধরেতে হাসি, মরমে রহিব ম’রে!

তাহারি স্বপনে আজি মজিয়া রয়েছি আঁখি–

কখন আসিবে প্রাতে আমার সাধের পাখি

কখন জাগাবে মোরে আমার নামটি ডাকি॥

      Ami sopone royechi bhor sokhi - - Swagatalakshmi Dasgupta