সৌর সুনামি

সূর্য ভেঙে ভেঙে তৈরি হচ্ছে বলয়
আলো লয় পেয়ে পেয়ে নতুন আলো

না, আঁধার নেই, নেই কোনো ক্ষয়
পিতা সূর্যটা পৃথিবীর জন্যে এতো ভালো

হিউস্টন ধরে রাখলো টেলিস্কোপ
তার অগ্রডগায় মিলেনিয়াম টোপ

ভাঙছে আলোর ঢেউ, দশ কোটি বছর পর
সেই ঢেউ জ্বালিয়ে দিচ্ছে বাবুই পাখির ঘর

ভবিষ্যতের সেই সৌর সুনামি
দেখবো না আমি

আমি দেখবো তোমার মুখে চাঁদ সুরুজের যুগল আলো
পিতা সূর্য কন্যা চন্দ্র পৃথিবীর জন্যে এতো ভালো
১৫-৮-২০১০