স্বপ্ন

জয়ী হতে কী কী চাই? এক ডিভিশন সৈন্য?
আধুনিক রণতরী? এক স্কোয়াড্রন বোমারু বিমান?
ইঙ্গ-মার্কিন ক্যাপিটাল? না, এসবের কিছু নয়,
আমি অন্যভাবে জয়ী হই প্রতিদিন। দৃষ্টি কেড়ে নেয়া
একটি হঠাৎ জবা হেমন্তের হিম কুয়াশায়
আমাকে ফুলের সাথে বেঁধে দিয়ে যায়।

আমার বাহিনী এক ডিভিশন জবাফুল। নানা বর্ণে,
নানা গন্ধে, আধুনিক স্বপ্ন-কল্পনায় রণতরী হয়ে
ধেয়ে চলে বঙ্গোপসাগর থেকে ভারতসাগরে।
অপ্রতিদ্বন্দ্বী এবং অপ্রতিরোধ্য গতি তার,
মৃত্যুহীন স্টেনলেস স্টিল।
এক অলৌকিক ঐশী এরোপ্লেন আমি, উড়ে যাই…।
টুপটাপ করে ঝরে পড়ে পারমাণবিক রক্ত
আমার এ দেহ থেকে; লোকে বলে ধ্বংসাত্মক বোমা।
অশ্রুর আইসোটোপে ভিজে ওঠে পরিপার্শ্ব,
উষর পৃথিবী। বাংলার মাটি তাকে চেনে।
স্বপ্নে প্রেমে কল্পিত সাহসে আমি ছুটে চলি
অব্যর্থ লক্ষ্যের দিকে, দ্রুত, দ্রুততর, ধীরে কখনো-বা
শর্তহীন মুক্তিবিশ্ব মাথা তোলে একবিংশ শতাব্দীর কোলে।
পুবের আকাশে জবাকুসুমের মতো সূর্যসত্য জাগে।

অনাগত নববিশ্ব জানি মিথ্যে নয়,
আমার চৈতন্যে তার মুগ্ধ দোলা লাগে।
আমি তা ছড়িয়ে দিই বীজকম্প হাতে, বুঝি,
স্বপ্নভ্রষ্টক্ষতবিশ্বে বিশ্বাস আমার প্রেম;
আশা তার একমাত্র পুঁজি।