কোথাও কেউ নেই

কেউ কোথাও নেই

স্বপ্নের ভিতর থেকে হেঁটে আসে এক সিদ্ধ পুরুষ;
সস্নেহে হাত বাড়িয়ে বললেন, ‘চলো’ ।
অমোঘ নির্দেশের মতো শোনায় তাঁর কণ্ঠস্বর –
যেমন বলতেন বাবা ছোটবেলায় !
মন্ত্রাবিস্টের মতো উঠে বসি আমি
আর অনুগামী হই নিঃশব্দে
অনন্তের পথ ধরে অনন্তকাল
– গন্তব্য কোথায় জানিনা ।

না আলো না আঁধার,
অসীমের মতো নিরাকার নির্ভার মনে হয়,
ভূত ভবিষ্যৎ সব যেন লীন হয়ে একাকার বর্তমানে
সময়ের ঘরে থিতু হয়ে বসে আছে,
না কি বহমান বিদ্যুৎ বেগে –
বুঝতে পারি না
– স্থান-কাল-পাত্র …

তবু যেন চেনা চেনা লাগে !
হঠাৎ চমকে দেখি চির চেনা মুখ
কী যেন বলিতেছে শুনিতে না পাই
কুয়াশার আড়ালে, না কি মেঘে ভেসে যায় ?
সজোরে চিৎকার করে ডাকি
কিন্তু নিজেই নিজেকে শুনতে পাই না,
ধীর লয়ে ডিগবাজি খেতে খেতে দূরে সরে যায় শব্দেরা ।
ব্যাকুল হাত বাড়াই –
ছুঁতে চেষ্টা করি – ছায়া না কায়া ?
ভ্রম হয় – মহাকাশের মতো নীল শীতলতা
না কি জরায়ুর উষ্ণতা ?
পালকের মতো নির্ভার,
না কি পৃথিবীর মতো অসাড় !
বিবিধ বৈপরিত্তের বাহুল্যে
কিংকর্তব্যবিমূঢ় আমি থমকে দাঁড়াই ।

হঠাৎ মনে পড়ে,
তিনি কোথায় ?

-না,
কেউ নেই,
কোথাও কেউ নেই;
শুধু আমি – একা !

– নিলয়
ঢাকা, ৩০ জুন ২০১২

ওয়েবপেজঃ [email protected]

ছবিঃ সংগৃহীত

————————————————————-
ইংরেজী অনুবাদঃ

No one, no where

Out of dream walks in a saint-like man;
Extending a caring hand says he, ‘Let’s go!’
His voice echoes like a divine order
Like dad’s during my childhood.
Hypnotised I rise
And follow silently
To the path of infinity for time infinite…
– To unknown destination!

No light, no darkness,
Feeling formless, weightless beyond all bounds
Past and future all merged together in present
Time resting idle at home,
Or flowing fast –
Can’t conceive place-time-person…

Yet it seems familiar!
Suddenly I saw an ever-known face
Saying something I can’t hear –
From behind a fog or cloud floating away ?
I shout aloud calling you,
But don’t hear even myself
The sounds roll away far in slow motion.
I extend my eager hand
Trying to touch – shadow or real?
Hallucinating: deep blue cold like the space
Or warm like the womb?
Light like a feather
Or worthless like the earth !
Overwhelmed amid multiple contradictions
I stand still.

Suddenly remembering-
Where is he?

-No,
There is none,
No one no where;
Only myself – alone!

——————————————–

– Niloy
Dhaka, 30 June 2012

webpage: [email protected]

Photo: Collected

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন

৫ টি মন্তব্য

  1. ভাল লেগেছে। পরিণত এবং শক্তিশালি। কবির নাম এবং কবিতা আগে কোথাও দেখিনি। পড়ে মনে হয় না কোন নতুন কবির লেখা । মন ছুঁয়ে গেল। কবিকে অভিনন্দন। ব্লগে এটাই আমার প্রথম মন্তব্য। সাদিয়া হক

    1. আপনাকে অনেক ধন্যবাদ ।
      হ্যাঁ, আপনার অনুমান মিথ্যা নয় । আপনার মত বোদ্ধা পাঠকদের মন্তব্য অনুপ্রাণিত করছে আড়াল থেকে সামনে আসার । সাহস ও সময়ের অপেক্ষায় …

  2. কি নিবিঢ় আকুলতায় যেন কবি স্রষ্টা কে খুঁজেছেন, পেয়েছেন, পেয়ে হারানোর হাহাকারে বারবার ধরে রাখতে চেয়েছেন…স্রষ্টার নৈকট্ট লাভের অভিপ্রায়-কবির এই আত্মিক বোধে আচ্ছন্ন পরম সুললিত এই কবিতা! নিলয়ের প্রতি শত সুভেচ্ছা আমার ।

Comments are closed.