কপোট্রনিক ভালোবাসা

কপোট্রনিক ভালোবাসা

——————————–

একবিংশ শতাব্দীর এক ডিজিটাল রাজপুত্র

সাইবার পৃথিবীর সাত সমুদ্র তের নদী ব্রাউজ করে

একদিন এলো ফেসবুক নামের যাদুকরী সাইটে,

যেখানে মায়াবী রাজকন্যারা নির্ঘুম জেগে থাকে

কোন এক অজানা রাজপুত্রের

বন্ধুবারতার অপেক্ষায় ।

 

অবশেষে একদিন

রূপকথার যুগের সেই ঐতিহাসিক স্টাইলে

ফেসবুকে ভালোবাসার স্ট্যাটাস দিল

এক মোহময় ডিজিটাল রাজকন্যা !

অবিরাম কথোপকথনে বিনিদ্র রজনী কাটিয়ে

ফেসবুকীয় রাজপুত্র-রাজকন্যার অদৃশ্য বুকে

একদিন জেগে উঠে ভার্চুয়েল প্রেম !

মুঠোফোনে, ক্ষুদেবার্তায়, যাবতীয় যোগাযোগে

ক্রমশঃ ভাইরাল হয় ডিজিটাল প্রেম !

 

অতঃপর,

অযাপিত জীবনের কপোট্রনিক আবেগে

সমুদয় ফায়ার ওয়ালের বন্ধন কাটিয়ে

অবশেষে উচ্চারিত হয় সেই আপ্তবাক্য –

ভালোবাসি !

 

মানবীয় প্রেমের দুর্নিবার আকর্ষণে

সাইবার পৃথিবীর ভার্চুয়েল আবেগ

নিরাকার মুখোশ ভেঙ্গে সহসা ধ্বসে পরে,

নিকৃস্টতম  ভাইরাসের দুর্নিবার এটাকের মতো

অপ্রতিরোধ্য গতিতে নামে টোটাল সিস্টেম ক্র্যাশ!!!

 

ফেসবুকের মুখসর্বস্ব বুকহীন রাজত্ব ফেলে

তথাকথিত ভার্চুয়েল রাজপুত্র-রাজকন্যা চায়

চর্ব-চোষ্য-লেহ্য-পেয় পার্থিব প্রেম !

মুখ ভরা মায়া কিংবা

চোখ ভরা ছায়া ঘেরা প্রোফাইল নয় –

একবার ছুঁয়ে দেখার মত ভালোবাসা,

এতটুকু অনুভবের মত ভালোবাসা –

পরিচিত অলগরিদমের যে কোন বিন্যাসের বাইরে

এক অবিন্যস্ত অনুভূতি !

 

আহা – ভালোবাসা !

ডিজিটাল রাজপুত্র-রাজকন্যা কি আদৌ খুঁজে পাবে

অনাদি অকৃত্রিম সেই ভালোবাসা –

যার কথা ইতিহাসে লেখা আছে !

———————————————-

-নিলয়

১লা এপ্রিল ২০১৭, ঢাকা

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন