স্বপ্নলোকের কন্যা

 

এই সেই পথ —
এ পথ দিয়েই ছিল তোমার নিত্য আসা যাওয়া ,
শুরু হয়েছিল প্রহর গোনা,
ঠিক সময়টি  পেরিয়ে গেলেই  
বুক দুরুদুরু , হৃদয়ে ভূকম্পন
তবে কি তুমি চলে গেলে ?
আজ আর দেখা হল না !

এ সব তোমার জানার কথা নয় ,
নিজের অহংকারে  গ্রীবা উঁচু করে
এক অপূর্ব ভঙ্গিমায় মাটিতে পা না রেখে
যেন  ভেসে আসতে  ,
দূর থেকে মনে হত স্বপ্নলোকের কন্যা ।

সম্মোহনী দৃষ্টিতে যেদিন তাকালে
টের পেলাম , আমার অস্তিত্ব সংকট
এ মোহজাল কেটে বেড়িয়ে আসার
কায়াদা টা শেখা ছিল না
আমি ধরা পড়লাম ।

পাকে পাকে জড়িয়ে গেলাম যেদিন
সেদিন গরবিনীর হাসি হেসেছিলে
কি উদ্ধত ভালবাসায় আমায় জিতে নিলে !

এই সেই পথ ——
আজো আছে সব , যেমনটি থাকার কথা
শুধু তুমি বদলে ফেলেছ
তোমার ভালবাসার পথটা   …

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিমি- র আরো পোষ্ট দেখুন

৩ টি মন্তব্য

Comments are closed.