তুমি এখন ছবি মাগো

Amma
হারায় দিন, হারায় ক্ষণ
একটু একটু করে
বিস্মৃতিতে হারায় নতুন প্রতিটি ভোর!
বিমর্ষতায় ছেয়ে থাকা চোখ
হণ্যে হয়ে খুঁজে সুখ
ঘোর লাগা দৃষ্টি সুখ
কখনো না-হারানো সুখ !
তাকিয়ে তাকিয়ে দেখার এ সুখ-
হরষে, পরশে,  বরষে  হৃদয় অ মাঝে-
তুমি এখন ছবি হয়ে গেছ মা!

এখানে বোধেরা সব পড়ে রয়

অবোধ মৃতবৎ ।

মনে পড়ে,
তোমার প্রদীপ্ত জীবনের ধারাপাত-
‘শাণিত তীক্ষ্ণ বোধোদয়ের
হোক স্বদর্প সঞ্চারণ,
সম্ভারে সন্তানেরা থাকুক সমৃদ্ধ,
বিত্ত বৈভব যেন আসে মননে’

হায়—-
আমাদের মায়ের নিরলস এ কর্মসাধন, সারা টা জীবন।
এখন কেবল-
উড়ে যাওয়া শংখচিলের খালি চর
পাতা ঝরা শীতের নির্জন লোকালয়
অথবা নিঝুম দ্বীপ
শুণ্যতার স্রোতস্বিনী
অবোধ ক্রন্দন কেবলি এখন!

 

মানিতা মিতু

ঢাকা, ৯ জানুয়ারী, ২০১৬

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মানিতা মিতু- র আরো পোষ্ট দেখুন