‘তনু’ ও ‘তনু’ রে

হায় রে তনু—

আমাদের আজিকার তনুমন

তাপে, অনুতাপে, ক্ষত ও ক্ষরণ,

দহন, জ্বলন, জলাঞ্জলির দীপাবলিতে–

চমৎকার স্থবির, শুনশান সব।

জঠর, জরায়ু, বক্ষ ও মগজভেদী আর্তনাদে

দেওলিয়া প্রান্তর- প্রান্তরেখার খন্ডিত চরাচর!

মানুষ তো নয়,  চারপাশে

নির্ঘাত কীটপতঙ্গ শব!

আছি অপেক্ষায়- আরো একবার,

বারবার, সহস্রবার পিষ্ট হবার।

তুমি, বরং ঘুমাও তনু

পত্র পল্লবের শ্যামল ছায়ায়

লুটাইয়া দেহখানি,

আমাদের ঘুম আমরা ঘুমাই

অহল্যার ঘুমে কাটুক যামিনী!

 

মানিতা মিতু

ঢাকা,  এপ্রিল ৯, ২০১৬

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মানিতা মিতু- র আরো পোষ্ট দেখুন

One thought on “‘তনু’ ও ‘তনু’ রে”

Comments are closed.