ঢিল

দেখলুম তোকে মধ্যবয়সিনী

মাটি থেকে পাথর-টুকরো তুলে

বোরখা থেকে মুখ বের করে তুই

ছোঁড়ার জন্য একটু হেলেছিলি

কপালে রেখায় জমা ঘৃণা

চিবুকে কাঁপছে তোর ক্রোধ

জীবনে প্রথমবার পথে নেমেছিস

যে-ইঁট ছুঁড়বি তুই তার তো

কারণ অনেক উদ্দেশ্য বিশাল

ওই একটি ঢিল ছুঁড়ে ভাঙছিস

তোর চারিদকে তোলা রাষ্ট্রের

পুরুষালি সমাজ ও ধর্ম ইত্যাদির

প্রাকার পরিখা ঘেরাটোপে বাঁধা

পচা গলা রুগ্ন জীর্ণ ইতিহাসগুলো–

তোর ওই ছোঁড়া ইঁটে কী যে হবে

কেউই জানে না শুধু এটুকু জানিস

আগের মতন আর থাকবে না কিছু

জীবন ও যাপন হবে সম্পূর্ণ আলাদা

ভালো বা খারাপ যা হবার হবে ।