বৃষ্টিকে যেভাবে দেখেছি

 

কারো কাছে বৃষ্টি মানে-
বারান্দায় হাত বাড়িয়ে একাকীত্বের অভিশাপ,
কারো কাছে বৃষ্টি মানে-
রিক্সার ভেতর মুখ লুকিয়ে লালায়িত ফরাসী চুম্বন;
কারো কাছে কপোত-কপোতীর প্রেমের খেয়ায় ভেসে যাওয়া ।
আবার বৃষ্টি মানে-
বৃদ্ধ মায়ের মাথার ওপর ছিঁড়ে যাওয়া কলাপাতা
অথবা তাণ্ডব মেঘে উড়ে যাওয়া
কোন গ্রাম্য কিশোরীর লজ্জা ।।
বৃষ্টিকে এভাবেই দেখেছি,
এসবই বৃষ্টি কে পরিপূর্ণ করে;
এছাড়া তার কী সৌন্দর্য আছে !!

 
– জিহান আল হামাদী
১৯ শে এপ্রিল’২০১৩