চোখের গল্প

সময়ের দ্বারপ্রান্তে এসেও প্রতিবার ফিরে যাই
ছুটে আসি যন্ত্রণার ভাগ্যরেখা ছিন্ন করে
ওই যে, ওই দেখা যায় তোমার ছায়া
দূরে সরে যায় প্রতিমুহূর্তে………।।
যতবার এসেছি ফিরিয়ে দিয়েছ
যতবার চেয়েছি সরে গিয়েছ তুমি !
তবু জেনো শ্রাবণ ঝরে যায়……
দু চোখ শূন্য আবছায়ার মাঝে হাতড়ে ফেরে তোমার হাত ।
একবার শুধু চেয়ে দেখ এই শূন্য চোখে কত তৃষ্ণা
কত বেদনার কষাঘাত লেগে আছে পরতে পরতে…… !

যতবার তোমার মায়ার বিমূর্ত টানে দাঁড় টেনেছি
প্রতিবার ভেসে এসেছি সীমানা হারিয়ে
এ কেমন মায়া ? কেমন অশান্ত মোহ ?
প্রশ্ন করি নিজেকে
কিন্তু দেখো, উত্তর দেবার মতও কেউ নেই এক তুমি ছাড়া ।
তবু জেনো শ্রাবণ ঝরে যায়………
ঝাপসা বিকল চোখ ভিজিয়ে যায় মাঝরাতে;
ভাংচুরের হৃদয়ে থমথমে আধার বাসা বাঁধে
জনশূন্য হয়ে পড়ে পুরোটা শহর !
এক তুমিই কি আমার পুরোটা শহর জুরে ছিলে ?
প্রশ্ন জাগে, প্রশ্ন করি নিজেকে…………।

উত্তর খুঁজে পাই না
দেখো, উত্তর দেবার মতও কেউ নেই তুমি ছাড়া,
কখনই কেউ ছিল না এক তুমি ছাড়া;
শুধু জেনে রেখো, শ্রাবণ ঝরে যায় শূন্য চোখে
বেদম আর্তনাদ ঘিরে বেচে থাকে একটি হৃদয়
তুমি ছাড়া…… তোমাকে ছাড়া…………
ও শ্রাবণ, তুমি আমার চোখে আর এসো না ।

– জিহান আল হামাদী

১৮ই ফেব্রুয়ারি’২০১৩