সৈয়দ শামসুল হক

জন্ম : ২৭ ডিসেম্বর ১৯৩৫,
মৃত্যু: ২৭ সেপ্টম্বর ২০১৬

জন্মস্থান:কুড়িগ্রাম
বাবা : ডা. সৈয়দ সিদ্দিক হুসাইন
মা : সৈয়দা হালিমা খাতুন
পেশা : লেখা
শিক্ষা : কুড়িগ্রাম ও ঢাকা
প্রিয় : বই ও ভ্রমণ
প্রথম প্রকাশিত লেখা : উদয়াস্ত (১৯৫১), ফজলে লোহানী সম্পাদিত ‘অগত্যা’ পত্রিকায়।
গ্রন্থসংখ্যা : কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাট্য ও প্রবন্ধ মিলে দুই শ
উল্লেখযোগ্য গ্রন্থ : কাব্যগ্রন্থ- একদা এক রাজ্যে (১৯৬১), বিরতিহীন উৎসব (১৯৬৯), বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা (১৯৭০), প্রতিধ্বনিগণ (১৯৭৩), অপর পুরুষ (১৯৭৮), পরাণের গহীন ভিতর (১৯৮০), নিজস্ব বিষয় (১৯৮২), রজ্জুপথে চলেছি (১৯৮৮), অগ্নি ও জলের কবিতা (১৯৮৯), কাননে কাননে তোমারই সন্ধানে (১৯৯০), ধ্বংসস্তূপে কবি ও নগর (২০০৯); গল্পগ্রন্থ- তাস (১৯৫৪), শীত বিকেল (১৯৫৯), রক্তগোলাপ (১৯৬৪), আরন্দের মৃত্যু (১৯৬৭), প্রাচীন বংশের নিঃস্ব সন্তান (১৯৮২), জলেশ্বরীর গল্পগুলো (১৯৯০); উপন্যাস- এক মহিলার ছবি (১৯৫৯), অনুপম দিন (১৯৬২), সীমানা ছাড়িয়ে (১৯৬৪), নীল দংশন (১৯৮১), স্মৃতিমেধ (১৯৮৬), মৃগয়ায় কালক্ষেপ (১৯৮৬), বৃষ্টি ও বিদ্রোহীগণ (প্রথম ১৯৮৯, দ্বিতীয় খণ্ড ১৯৯০), ত্রাহি (১৯৮৯), তুমি সেই তরবারী (১৯৮৯), নিষিদ্ধ লোবান (১৯৯০), খেলারাম খেলে যা (১৯৯১), দ্বিতীয় দিনের কাহিনী, বালিকার চন্দ্রযান, আয়না বিবির পালা; কাব্যনাট্য- পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬), গণনায়ক (১৯৭৬), নুরলদীনের সারা জীবন (১৯৮২), এখানে এখন (১৯৮৮), নারীগণ; প্রবন্ধ- হৃৎ কলমের টানে, মার্জিনে মন্তব্য, গল্পের কলকব্জা, কথা সামান্যই প্রভৃতি।
পুরস্কার : কবিতায় আদমজী সাহিত্য পুরস্কার, ছোটগল্পে বাংলা একাডেমী পুরস্কার। সমগ্র সাহিত্যকর্মের জন্য বাংলাদেশের প্রধান পুরস্কারগুলোর মধ্যে- নাসিরউদ্দিন স্বর্ণপদক, জেবুন্নেসা-মাহবুবউল্লাহ স্বর্ণপদক, মুনীর চৌধুরী নাট্য সম্মাননা, জাতীয় কবিতা পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ সম্মাননা, কাগজ সাহিত্য পুরস্কার, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, কবিতালাপ পুরস্কার, পদাবলী পুরস্কার, ডেনসিটি সম্মাননা, মার্কেন্টাইল ব্যাংক সাহিত্য পুরস্কার, চলচ্চিত্রে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবে তিনবার জাতীয় পুরস্কার, আইএফআইসি ব্যাংক পুরস্কার প্রভৃতি।
এ ছাড়া সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা : একুশে পদক ও স্বাধীনতা পদক।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
সেতুবন্ধন- র আরো পোষ্ট দেখুন