মনে পড়ে আজ সে কোন্‌ জনমে

মনে পড়ে আজ সে কোন্‌ জনমে বিদায় সন্ধ্যাবেলা- আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা।। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা।। আজো আসিলে না হায়, মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমায়ে খুঁজে না পায়। মোর গানের পাপিয়া ঝুরে […]

তুমি সুন্দর তাই

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।। চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল ফুল বলে না তো সে আমার ভুল মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী মেঘ করে না তো প্রতিবাদ।। জানে সূর্যেরে পাবে না তবু অবুঝ সূর্যমুখী চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে দেখিয়াই সে যে […]

আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনী যাবে যবে খুলিতে। তবু আমারে দেবনা ভুলিতে।। তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ কাঁদিবে পবন রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে । তবু আমারে দেবনা ভুলিতে।। আসিবে তোমার পরমোৎসবে, কত প্রিয়জন কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারী […]

শূণ্য এ বুকে পাখি মোর আয়

শূণ্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়।। তুই নাই বলে ওরে উন্মাদ পান্ডুর হলো আকাশের চাঁদ কেঁদে নদী হলো করুণ বিষাদ ডাকে আয় তীরে আয়।। আকাশে মেলিয়া শত শতকর খোঁজে তোরে তবু ওরে সুন্দর তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধূলায়।। তুই ফিরে […]

ঝিলের জলে কে ভাসালো

ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা মেঘ্‌লা সকাল বেলা। বেণু-বনে কে খেলে রে পাতা-ঝরার খেলা। মেঘ্‌লা সকাল বেলা।। কাজল-বরণ পল্লী মেয়ে বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে,’ ব’সে দীঘির ধারে মেঘের পানে রয় চেয়ে একেলা। মেঘ্‌লা সকাল বেলা।। দুলিয়ে কেয়া ফুলের বেণী শাপ্‌লা মালা প’রে খেল্‌তে এলো মেঘ পরীরা ঘুম্‌তী নদীর চরে। বিজলীতে কে দূরে বিমানে […]

পদ্মার ঢেউ রে

পদ্মার ঢেউ রে– মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা আমি হারায়েছি তা’রে।। মোর পরান বধু নাই, পদ্মে তাই মধু নাই– নাই রে– বাতাস কাঁদে বাইরে– সে সুগন্ধ নাই রে– মোর রূপের সরসীতে আনন্দ- মৌমাছি নাহি ঝঙ্কারে।। ও পদ্মা রে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো মোর […]

চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে

চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে। হেরিছে রজনী রজনী জাগিয়া চকোর উতলা চাঁদের লাগিয়া কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া কুমুদীরে কাঁদাইতে। না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া হেরেছে শশীরে সরসী মুকুরে ভীরু ছায়া তরু কাঁপিয়া। কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চিরবিরহিণী রোহিণী ভরণী অবশ আকাশ বিবশা […]

আমার শ্যামা মায়ের কোলে চ'ড়ে

আমার শ্যামা মায়ের কোলে চ’ড়ে। জপি আমি শ্যামের নাম মা শ্যামা মায়ের কোলে চ’ড়ে। মা হলেন মোর মন্ত্র-গুরু ঠাকুর হলেন রাধা-শ্যাম। মা শ্যামা মায়ের কোলে চ’ড়ে । ডুবে শ্যামা-যমুনাতে, যমুনাতে আমি খেলবো খেলা শ্যামের সাথে মা শ্যাম যবে মোর হানবে হেলা মা ফুরাবেন মনস্কাম। মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে । আমার মনের দোতারাতে শ্যাম […]

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো আমার গানের মালা গো কুড়িয়ে তুমি নিও আমার সুরের ইন্দ্রধনু রচে আমার ক্ষনিক তনু জড়িয়ে আছে সেই রংয়ে মোর অনুরাগ অমিয় মোর আখি পাতায় নাই দেখিলে আমার আঁখিজল মোর কন্ঠের সুর অশ্রুভারে করে টলমল আমার হৃদয় -পদ্ম ঘিরে কথার ভ্রমর কেদে ফিরে সেই ভ্রমরের কাছে আমার […]

শাওন রাতে যদি স্নরণে আসে মোরে

শাওন রাতে যদি স্নরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে ভুলিও স্মুতি মম, নিশীথ স্বপন সম আচলের গাথামালা ফেলিও পথ পরে ।। ঝুরিবে পুবালি বায় গহন দূর বনে রহিবে চাহি তুমি একেলা বাতায়নে বিরহি কুহু কেকা গাহিবে নীপশাখে যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে বিজলী দ্বীপশিখা খুজিবে তোমায় প্রিয়া দুহাতে ঢেকো আখি […]