প্রিয় গান (আমার মতে তোর মতন কেউ নেই)

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদ খাম ….
আমার মতে তোর মতন কেউ নেই !

তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়,
তারও বেশি ধরা পড়ে যায়।

তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক ,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেলনা প্রায় !

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদ খাম ….
আমার মতে তোর মতন কেউ নেই !
আমার মতে তোর মতন কেউ নেই !

লিরিকঃ অনুপম রায়
শিল্পীঃ রুপঙ্কর বাগচী

      Amar-mote-tor-moton-keu-nei-By-Rupankar-Bagchi
রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন

৩ টি মন্তব্য

Comments are closed.