প্রিয় গান (আমার মতে তোর মতন কেউ নেই)

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম আমার মতে তোর মতন কেউ নেই ! কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদ খাম …. আমার মতে তোর মতন কেউ নেই ! তোর বাড়ির পথে যুক্তির সৈন্য তোর বাড়ির পথে যুক্তির সৈন্য যতটা লুকিয়ে কবিতায়, তারও বেশি ধরা পড়ে যায়। তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক , কষতে বারণ […]

প্রিয় গান (আমরা এমনই এসে ভেসে যাই)

আমরা এমনই এসে ভেসে যাই – আলোর মতন, হাসির মতন, কুসুমগন্ধরাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন ঢেউয়ের মতো ভেসে যাই। আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি; আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী; আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া, ক্ষণিক হেসে যাই। আমরা স্নিগ্ধ, কাণ্ড, শান্তি-সুপ্তিভরা আমরা আসি বটে, তবু কাহারে […]