কিছু মানুষ আছেন যারা কথায় কথায় আমেরিকার আগ্রাসনের কথা বলেন । চীন ,রাশিয়া যখন অন্য দেশকে নিজের দেশ বানিয়ে ফেলে বা অন্য দেশের সমুদ্র সীমাতে নদী ভরাটের মতো সমুদ্র ভরাট করে সামরিক স্থাপনা তৈরী করে তখন উনাদের কোন মন্তব্য শোনা যায় না ।
সবচেয়ে মজার ব্যাপার হলো সেই তথাকথিরা আমেরিকা বা ইউরোপে সর্বশেষ গন্তব্য হিসাবে ই বেছে নেন ।
আমাদের অনেক বামপন্থী নেতাদের এখন আমেরিকা/কানাডা থেকে পত্রিকায় কলাম লিখতে দেখা যায় ।
“লড়াই লড়াই চাই ,লড়াই লাগলে আমি নাই “