এলেবেলে-১৫

একটু আগে ৫০ কিমি স্পীডে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলাম … কিছুক্ষন পর দেখি পিছনে একটি পুলিশের পেট্রোল কার যা খুবই স্বাভাবিক … পাশের সহযাত্রীর সাথে মজাও করলাম “পিছনে দেখি মামার গাড়ি ” … কিছু দূর যাওয়ার পর শুনতে পেলাম আমার গাড়ির নাম্বার বলে পেছন থেকে আমাকে থামতে বলা হচ্ছে ।
অবাক হলাম … স্পীড লিমিট মেনে চলছি ,সিট বেল্ট বাঁধা আছে (পাশের সহযাত্রীরও সিট বেল্ট বাঁধা আছে )
থামলাম ।
একজন পুলিশ ড্রাইভিং সিটের পাশে এসে বললেন ” নাম্বার প্লেটের উপরের লাইটটা জ্বলছে না একটূ নিশ্চিত হবে কি ?*
নেমে দেখলাম …
হয়তো খেয়াল করেন নাই অথবা অল্প আগেই লাইটটি নষ্ট হয়ে গেছে ।
আমাকে একটা স্লিপ ধরিয়ে দিলেন যাতে লেখা আছে জাপানের ট্রাফিক আইনের … ধারা অনুসারে নাম্বার প্লেটের উপরের লাইট বিহীন গাড়ি চালানো অপরাধ । তবে প্রাথমিক নির্দেশনা অনুসারে এর পর গাড়ি ব্যবহারের আগেই লাইটটি চালু করতে হবে এবং তারপর স্থানীয় পুলিশ ষ্টেশানে রিপোর্ট করতে হবে …

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন