শহরের সৌন্দর্য

    সোডিয়াম বাতির চারপাশে ঘিরে থাকা মৌন পোকার মত অবলীলায় জাপটে ধরে, চিতায় পোড়াই ধুলো মাখা শহর । আগাছার মত বিচ্ছিরি সকালের পুরোটাই নিষ্পেষিত এক, কিঙ্করের পাথারে রোদের মত- সোডিয়ামের ঘুণ পোকা একলা অপেক্ষায় নিঃস্ব বছর, যে শহরে তুমি নেই সৌন্দর্য মানায় না তাকে ।।   – জিহান আল হামাদী ৭ই নভেম্বর’২০১৩

চড়ুই

  যে শহরের অলিতে গলিতে বিলবোর্ড থেকে ইট-পাথরের সরণীতে চিৎকার করা রেলক্রসিং এর ভিড়ে, স্বভাবসুলভ হট্টগোলে জপেছি নাম তোমার সেই তুমি কিনা আজ হতভম্ব- উপকূলের আলবাট্রসের মতো উড়ে যাবো কিনা ! শুধু শহরই চিনলে নাগরিক ব্যস্ততায়, কাশফুলে জেগে থাকা চড়ুই চিনলে না ।   – জিহান আল হামাদী ৯ই অক্টোবর’২০১৩

বোবা পঙক্তি ! নিরক্ষর অনুভূতি !

রাত, তোমার বুকের কলঙ্ক ছুঁয়ে নিষিদ্ধ হওয়া হয় না । ভুলে গ্যাছো রাত, স্ট্রীট-ল্যাম্পের স্বাদ ! ভুলেছি আমি, বয়ঃসন্ধি অপরাধ ! রাত; প্রিয় সুখশূন্যতার রাত- তোমার উন্নত-নিটোল ভ্রমরে বেঁচে থাকা হয় না, ক্লান্তি শয্যাশয়ী; অ্যামেচার যুগ বিদায় দিয়েছি- স্লিপিং ট্যাবলেটে খুঁজে পাওয়া এক ভিন্ন রাত । রাত, আমার কষ্টখরার রাত- আলিঙ্গনের নেশায় শরীর মিশিয়ে নির্ঘুম […]

কথিত কথিকা

চশমার ফাঁকে চড়ুই-চোখা দুষ্টুমিতে প্রতীয়মান ক্ষণজন্মা অশ্রু, তাড়িয়ে বেড়ায় বোহেমীয় হৃদয় । নাবালিকা, ও চোখে অশ্রু দেখার জন্য কাঠখড়ের মতো পোড়াই নি এতো চন্দ্রালোক ! ছলছল দুচোখ যেন হরিণী বৃষ্টি- অমন বৃষ্টি চাই নি, নাবালিকা ! সদ্য ভূমিষ্ঠ সুখের পায়তারা- সিঁড়ি বেয়ে নেমে আসুক কপোলে । যে ভাষা ভালোবাসা শিখিয়েছিল- প্রতীক্ষিত জলের মতো নির্বাক কথা […]

কটাক্ষ

গোধূলি ছেড়ে গেছে রাতের কক্ষপথ সাঁঝের আস্তিনে ঝিরিঝিরি স্মৃতির আনাগোনা- শীত এলো বলে, রাজনৈতিক রদবদল ! চাদরে মুখ ঢেকেছে জোড়া শরীরের কাম, ডায়রির পাতায় পাতায় সাজানো গোলাপের পাপড়ি, নিমিষেই রঙ হারায়, ছন্দহীন সড়কে । কাব্যিক জলসায় প্রতিদিন ভুলো প্রেম-হুলো প্রেমিকের দল, চারিত্রিক সার্টিফিকেটে তামাশার মেল রাষ্ট্র বাঁচায়; বিক্রিত ইতিহাস বিকৃত ।।     – জিহান […]

সূর্যের শহরে আঁধার যে জীবন

ট্র্যাফিকের যানজটে মৌনতার হকারেরা, গাড়ির গ্লাসে, বাসে ঝুলে ফেরি করে বেদনার প্রহর ! “এই যে, ‘কোটি টাকার স্বপ্ন’ বইটা নেবেন ? মূল্য কেবল দশ টাকা ! দশ টাকা ! দশ টাকা ! ঘাম বেঁচে দুমুঠো ভাত খাবো !” ফুটপাতে, ব্রিজের নিচে চন্দ্রিমার প্রেমিকারা, পার্কের ঝোপে, ওয়ান স্টার মোটেলে রপ্তানি করে পোড়া-স্বপ্নের বাসর ! “আজ একটু […]

পরিকল্পিত একার্থ

যদি যাবার ইচ্ছে থাকে- এখনই চলে যাও, স্মৃতি রেখে যেও না; যদি যাবার ইচ্ছে থাকে- খুঁজে নাও সুখ, আমার কথা ভেবো না । যদি যাবার ইচ্ছে থাকে- ভুলে যেও প্রেম, তুলে রেখো গোপনে; যদি যাবার ইচ্ছে থাকে- কেউ যেন না জানে, কী ছিল আলাপনে । যদি যাবার ইচ্ছে থাকে- আবাগী চকিত, নিগীর্ণ বঞ্চনায়; যদি যাবার […]

পরিচয়পত্র

মনের ভেতর সুনীল বয়ে বেড়াও- অথচ বলো কিনা- প্রেম বোঝো না ! ঠোঁটের ডগায় সিডনী শেলডন এর প্রেমালাপ- অথচ চোখের রাত্রিশূন্যতা বোঝো না ! তবে তুমি কী বোঝো ? নিজেকেও তো চেনো না; বোঝো না, এসো, তোমাকে পরিচয় করিয়ে দিই- এই হলে তুমি, আর এই আমি । দুজনে মিলে “তুমি-আমি” হয় না, “আমরা” হয় । […]

অন্বিত পথচলা

হাতখানি ধরো । চলো, নিয়ে যাই বহুদূর । যেখানে জোছনার ছায়া জলে মিলেমিশে একাকার, যেখানে প্রান্তর ভিজে যায় গাঙচিলের ডাকে; যেখানে রয়েছে গুলতানি গুলশান ।। পদযুগল রাখো, আমার পথে- চলো নিয়ে যাই আকাশের উদাসে- কঙ্কণী সুরে, যেখানে রয়েছে চন্দনধেনু; যেখানে নিষ্পাপ মায়া খেলা করে ইন্দ্রের ফুটপাতে, যেখানে ময়ূরের পেখমে লেখা হয় তোমার নাম ।। চলো […]

মহামান্য প্রেমিকা'র আদালতে

মহামান্য প্রেমিকা, হৃদয়ে অনুপ্রবেশের অভিযোগে আমায় গ্রেপ্তার করা হয়েছে । হাতকড়া পড়িয়ে বলা হয়েছে, “You have the right to remain silent. Anything you say can and will be used against you in a court of law. ” অথচ আমি তো চুপই ছিলাম ! তোমার দিকে তাকিয়ে নির্বাক ছিল দৃষ্টি ! আমার পক্ষে লর্ড ডেনিং থাকলে […]