চড়ুই

 
যে শহরের অলিতে গলিতে
বিলবোর্ড থেকে ইট-পাথরের সরণীতে
চিৎকার করা রেলক্রসিং এর ভিড়ে,
স্বভাবসুলভ হট্টগোলে জপেছি নাম তোমার
সেই তুমি কিনা আজ হতভম্ব-
উপকূলের আলবাট্রসের মতো উড়ে যাবো কিনা !

শুধু শহরই চিনলে নাগরিক ব্যস্ততায়,
কাশফুলে জেগে থাকা চড়ুই চিনলে না ।

 
– জিহান আল হামাদী
৯ই অক্টোবর’২০১৩