পরিচয়পত্র

মনের ভেতর সুনীল বয়ে বেড়াও-
অথচ বলো কিনা- প্রেম বোঝো না !

ঠোঁটের ডগায় সিডনী শেলডন এর প্রেমালাপ-
অথচ চোখের রাত্রিশূন্যতা বোঝো না !

তবে তুমি কী বোঝো ?
নিজেকেও তো চেনো না; বোঝো না,
এসো, তোমাকে পরিচয় করিয়ে দিই-
এই হলে তুমি, আর এই আমি ।
দুজনে মিলে “তুমি-আমি” হয় না,
“আমরা” হয় ।

এখন বুঝবে প্রেম, এখন বুঝবে কষ্ট;
এখন তুমি প্রেমিকা, এখন থেকে পৃথিবী ।

এখন বুঝবে ঘর, এখন বুঝবে দূরত্ব;
এখন তুমি পিছুটান, বিকেলের অভিমান ।

 

– জিহান আল হামাদী
৬ই নভেম্বর’২০১৩