বিষবৃক্ষ ভালোবাসা

তোমার না-থাকা ভালোবেসে কিছু ভুলকে বেধেছি বক্ষে,
কিছু বলো নাই-ভুল বৃক্ষকে অবাধে দিয়েছো বাড়তে।

তুমি কিই জানতে
ওই তরু নয় স্বাস্থ্যোপযোগী,ওতো সেই বিষবৃক্ষ।
তুমি কি জানতে ওই ভুল বোধ কতখানি ক্ষতি,নষ্ট !
তাহলে আমার ভুল নির্মাণ-করোনি তা কেন ধ্বংস ?

এটুকু জীবনে এই অপচয়,ভুল পথে এই যাত্রা-
মিছে কষ্টকে ভালোবেসে এই আত্মহনন যজ্ঞে
কেন জল ঢেলে নেভাওনি এর হোমানল-বিষ-অগ্নি ?

না পাওয়াটাকেই যদি পেয়ে যাই তবে না পাওয়াই হয় সত্য,
গুটিকয় হাতে পাওয়ার নীড়টি থাকে ক্রীতদাস-বন্দী-
আমার প্রাপ্য এই ধোয়া-জালে চিরদিন হল ভ্রষ্ট।

তুমি বলো নাই এই ত্যাগ হবে কারো স্বার্থের টেক্কা
সারা জীবনের সঞ্চয় দিয়ে একজন রবে ব্যর্থ,
তুমি বলো নাই-তুমি বলো নাই- অমোঘ নিয়তি মিথ্যে।

পেতে চাই গ্রাস অঞ্জলি ভরে যা-কিছু আমার প্রাপ্য,
তোমার থাকাকে বুক ভ’রে চাই,না-থাকা কিছুকে চাই না।