সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে

সখী,    প্রতিদিন হায় এসে ফিরে যায় কে।

তারে   আমার মাথার একটি কুসুম দে॥

যদি     শুধায় কে দিল কোন্‌ ফুলকাননে,

মোর    শপথ, আমার নামটি বলিস নে॥

সখী,    সে আসি ধুলায় বসে যে তরুর তলে

সেথা    আসন-বিছায়ে রাখিস বকুলদলে।

সে যে   করুণা জাগায় সকরুণ নয়নে–

যেন     কী বলিতে চায়, না বলিয়া যায় সে॥

      sakhi-pratidin-haye-eshe-phire-jai - Swagatalakshmi Dasgupta