থাকবি আমার হয়ে – ৩ (শেষ পর্ব)

তুই আমার হবি ?
একটু ভালবাসলে কী খুব ক্ষতি হয়ে যাবে তোর ?
তোর অনামিকা অলংকারে সাজাতে না পারলেও
আঙুলের স্পর্শে পরিপূর্ণ করে রাখবো তোর হাত,
ওই আঙুলের ভাঁজে তুই নিজেকে লুকাবি
আঙুল গুলো তোকে ছেড়ে যাবে না কোনদিন
দিব্যি দিয়ে বলছি ।।

তোর শাড়ির আঁচলে যখন মুখ লুকাবে
অনাদৃত নিঃশ্বাসের সুখ,
দিব্যি দিয়ে বলছি
সেই সুখ নিঃসৃত হবে চুম্বনে
আলো ঘিরে রাখবে
ঘরের প্রতিটি জানালা,
জানালার পাশে মাথা রেখে
প্রতিদিন আকাশ দেখবি, বাতাস মাখবি গায়ে
তোর চোখের বৃষ্টিতে স্নান করে নেবো-
তবু পাশে থাকবো, ছায়াসঙ্গী হয়ে ।।

শহুরে ব্যস্ততার ভিড়ে খুঁজে নেবো
অট্টালিকার ঠিকানা,
যদি না পারি, তাহলে না হয়-
একটা বিছানা-ই কিনে নেবো,
অন্তত ঘুম থেকে উঠে
তোর মুখ তো দেখতে পাবো !
আমার জন্য ওটাই স্বর্গ ।
হাতের বাঁধনেই খুঁজে নেবো
বসুন্ধরার গভীরতম শান্তি-
দিব্যি দিয়ে বলছি ।।

থাকবি তুই ?
বল না ? তুই আমার হবি ?
একটু ভালবাসলে কী হবে তোর ?
আমার হবি ?
বেশি দিনের জন্য নয়;
যতদিন “ভালবাসা” শব্দটি টিকে থাকবে
ততদিন আমার হয়ে থাকলেই হবে ।
থাকবি ?

– জিহান আল হামাদী
৫ই এপ্রিল’২০১৩