অন্তপঞ্জিকা ২০১২

যাচ্ছে কেটে দিন
যাচ্ছে কেটে শহরের বন্দী যত বেরসিক দূরবীন,
বছর আসে,বছর যায়
থেমে থাকে শুধু সিগারেট আর প্রসূত নিকোটিন ।
কিছুই বদলায়নি এ বছর, আবার
সবই বদলে গেছে একদম,
পাওয়া-না পাওয়ার হিসেব গুলো এ বছরও মেলাতে পারিনি ।
অনেকেই এসেছে কাছে আবার
অনেকেই কাছ থেকে যোজন দুর
অনেক সীমানায় আজো শুনেছি
রূপান্বিতার গানের সুর ।।

এ বছরও জন্ম নিয়েছে নতুন সব জীন-ভ্রূণ আর অজানা যত অভিলাষ
প্রতি বছরের মত,
কিন্তু,এবারও জন্ম নেয়নি
একটি সদা-হাস্য শিশু,একটি গেরুয়া রং-এর রজনীগন্ধা আর
একটি বাড়ন্ত কিশোরীর ঠোঁট বেয়ে নেমে পরা,
প্রথম চুম্বনের পর লজ্জিত চিবুক ।।
আজো খুঁজে পাওয়া যায়নি ফাইল বিহীন দুদকের ডেস্ক
২৩৩৯ জন পাচারকৃত মানুষের খোঁজ,
এ দেশের প্রায় ৪০ হাজার বেশ্যার সমাজ-সেবার মূল্য
কেবল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররাই বুঝেছে…
পাশের বাসার পালিয়ে যাওয়া মেয়েটির প্রেমিক
বিকেলেও বেরিয়েছিল অন্য কারো হাতে হাত রেখে,
রিক্সার ভেতর তার হাতগুলো আজও খুঁজছিল নির্ভেজাল মৌচাক ।

মায়ান সভ্যতার শেষ দিনটিও ছেড়ে গেল আমাদের হতাশ করে
তবুও সুন্দরবনের কোন নদীর তীরে বিলীনপ্রায় বাঘ গুলো শিকার করেছিল গতরাতে,
পাড়ার বখাটে গুলো এবারও জ্বালিয়েছে সুন্দরীদের
আর এবারও আত্মহত্যা করতে চেয়েছে ধর্ষিত মেয়েটি ।।

কই ! কিছুই তো বদলায়নি এ বছর, আবার
সবই বদলে গেছে একদম….

পত্রিকার অফিস গুলো এবারও একই খবর ছেপেছে প্রতিদিন
শুধু পাল্টে দিয়েছে মানুষ গুলোর নাম,
সদ্য হাই-স্কুলে ওঠা মেয়েটি কোন
হিরোয়িনের ছবি দিয়ে ফেসবুকে আইডি খুলেছে নিশ্চয়ই ।
বইমেলা হয়েছে,ঈদ-পূজো-বড়দিন হয়েছে
মাতৃভাষা দিবসে এবারও কানে এসেছিল হিন্দি ছবির গান,
ছোট্ট মেয়েটি দুই এর নামতা না পারলেও
মুখস্থ করেছে কার্টুনের নাম ।

গতবারের মত এবারও আমার নিশিগন্ধা গাছে ফুল দেখতে পাইনি
রাতের বুকে তারার খেলা দেখিনি,
কারও হাতটি ধরতে গিয়েও গোলাপের গন্ধ শুকিনি
আমার গড়া ‘রূপান্বিতা’ এবারও বাস্তবে আসেনি ।।

কোন এক অভাগীর দেয়া কিছু স্মৃতি ফিরেছিল মাঝরাতে
তাজমহলে যেহেতু বিশ্বাস নেই আমার,
তাই এবারও সেই সন্ধ্যা গুলো গুছিয়ে রেখেছি খাঁচার মহলে ।।

কিছুই তো বদলায়নি এ বছর, আবার
সবই বদলে গেছে একদম….।।

– জিহান আল হামাদী
৩০শে ডিসেম্বর’২০১২