আমি ভালবাসি অ থেকে আরম্ভ করে…

আমি ভালবাসি অ থেকে আরম্ভ করে বাংলাদেশ পর্যন্ত
রক্তিম কতগুলো স্বপ্নময় কবিতা।
আর ভালবাসি,-আমার সোনার বাংলা,
আর ভালবাসি ,- আমি তোমাকে ভালবাসি !
ভালবাসি ‘মা’, মায়ের ও বাছা! ও সোনা!
মায়ের কুটির থেকে আরম্ভ করে
অশ্রূস্নাত বিস্তৃত পথ পেরিয়ে
রাজপথ ধরে শহীদ মিনার পর্যন্ত
অসীম প্রতীক্ষা ভালবাসি,
আমার মত মাও ভালবাসেন
এই পথ চেয়ে বসে থাকা,
ভালবাসি পাখির কুহুতান ,
ভালবাসি নদীর কুলুকুলু ধ্বনি- স্বর্নাভ গোধূলী
একাকী রাস্তায় ভালবাসি প্রিয়তমা যেন
কোকিলের ডাক,-এ্যাই ছেলে, আমায় নেবে?
ভালবাসি আমার এই বনলতা সেনের
নেশা জাগানিয়া কাল চুল-নাক ফুল ভালবাসি!

ভালবাসি আমার ভাইয়ের শুকনো বিস্মৃত রক্তের বানী
ভালবাসি আমার ভাইয়ের বুকের রক্তে তৈরি
একাত্তরের স্বাধীনতার সিঁড়ি- একুশ ভালবাসি !
আর ভালবাসি,-আমার সোনার বাংলা,
আর ভালবাসি ,- আমি তোমাকে ভালবাসি !
ভালবাসি উদয়ের পথে নির্ভিক চিত্ততা ভালবাসি ,
সবুজ প্রাণ দিতে ভালবাসি ভালবাসার তরে,
মায়ের প্রতি ভালবাসা, বোনের প্রতি ভালবাসা
প্রিয়তমার প্রতি ভালবাসা,আমার কাঁধের উপর
বন্ধুর বিস্বস্ত হাতের প্রতি ভালবাসা, আমি আসলে
ভালবাসার প্রতি ভালবাসা ভালবাসি!
আর ভালবাসি,-আমার মাতৃভাষা ,
ভালবাসি ,- আমি তোমাকে ভালবাসি !
আমার কবিতার প্রতি আমারই তীব্র ঈর্ষা ভালবাসি !
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো প্রতিটি বর্ণ ভালবাসি
১৯৫২-এর গর্জন ভালবাসি…
রাষ্ট্র ভাষা, রাষ্ট্র ভাষা
বাংলা চাই, বাংলা চাই!

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
বনসাঁই মেয়ে- র আরো পোষ্ট দেখুন

One thought on “আমি ভালবাসি অ থেকে আরম্ভ করে…”

  1. আপনাকে স্বাগতম অল্পকথাতে ।বিনা অনুমতিতে আপনার নামটি বাংলায় করা হয়েছে ,আশাকরি আমাদের দৃষ্টতা ক্ষমা করবেন ।আপনার নাম এ Catagory এবং Tags পাবেন । পরের লিখা থেকে আপনার নিজের নাম এর Catagory এবং Tags নির্বাচন করবেন আশা করি ।

Comments are closed.