ধৈর্য

ধৈর্য ধরে থেকেছি বহুকাল
খ্যাতির ধাপে উঠল বুঝি পা,
ভিতর থেকে বিমুখ মহাকাল
বললো, নারে, এখনো নয়, না ।

ধৈর্য ধরে থেকেছি বহুদিন
ভেবেছি এই বাজবে হাততালি ;
ধৈর্য শুধু বাজলো রিনরিন
ভুরুর নিচে জমালো ঝুলকালি ।

ধৈর্য ধরে থেকেছি কত মাস
ওষ্ঠে বুঝি নামল করো ঠোঁট,
ধৈর্য কত কাঁপালো নিঃশ্বাস
ঠোঁটের পাশে রক্ত মাখা চোট ।

ধৈর্য নিয়ে কেটেছে কত রাত
আঙুল কেউ ঠুকবে জানালায়,
অন্ধকার করলো করাঘাত
অন্ধকারই টানলো বিছনায় ।

ধৈর্য নিয়ে ভাবছি আজকাল
নামবো নাকি ধৈর্যহীনতায় ?
ধৈর্য যেন আমলকির ডাল
ঝড়ের তোড়ে কাঁপছে দীনতায় ।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আল মাহমুদ- র আরো পোষ্ট দেখুন