কথোপকথন -৩

____________________________

ঃ তুমি আজকাল খুব মদ খাচ্ছ অনিমেষ,কাছে আসো আমি তোমাকে অনেক মদ খাওয়াবো !
ঃ সুপর্না,তুমি তো জানো আমি তোমার কাছে থাকলে ঐ সব ছাইপাঁশ কিছুই খাই না।
ঃ কাছে আসো অনেক দেব,যা তুমি চাও !
ঃতোমার কাছে কতো কিছুই তো পাই ।
ঃ আরো কতো কি দেবার বাকী আছে , তোমার সব টুকুতেই ভয়।কিসের এতো ভয় তোমার ? তোমার কাছে তো কিছুই চাইনি,আমি দিতে চেয়েছি আর তাতেই তোমার এতো ভয় …
ঃ বিশ্বাস করো আমি তোমার মতো দুঃসাহসী হতে পারি না।সবাই কি সব কিছু পারে,বলো।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন