এলেবেলে -১৯

আমার বাড়িতে তিনটি একুইরিয়াম আছে। একটিতে আছে তিন বছর আগে বর্শি দিয়ে ধরা রুই মাছ। সেই মাছের সাথে অন্য দুই প্রজাতির মাছ রেখেছিলাম। একটি হচ্ছে গোল্ড ফিশ অন্যটি হচ্ছে উগুই (এর ইংরেজী বা বাংলা নাম কি হবে জানি না)। এই উগুই মাছটিও লেক থেকে বর্শি দিয়ে ধরেছিলাম (ইদানিং আমাকে catch and release এর নেশায় ধরেছে)।

এক সকালে ঘুম থেকে উঠে দেখেছিলাম একটি গোল্ড ফিশের দুটি চোখই নেই, চোখ উপড়ে ফেলেছে (আমি উগুইকে সন্দেহ করেছিলাম)। এর দুই দিন পর গোল্ড ফিশটি মারা যায়। আমি সাথে সাথেই গোল্ড ফিশকে অন্য একটি একুইরিয়ামে সরিয়ে নেই।

কিছু দিন পর প্রাকৃতিক ভাবেই উগুই মরে যায়।
একা হয়ে যায় রুই মাছটি। রুইয়ের একাকীত্ব দূর করতে আমি চারটি গোল্ড ফিস কিনে রুইয়ের একুইরিয়ামে দেই। আমার ধারনা ছিলো রুই মাছ তো গোল্ড ফিশ খাবে না। একসাথে রাখার ঘন্টা চারেক পর দেখি সেই মাছ গুলো রুইয়ের পেটে চলে গেছে।

সেই থেকে রুই একাই আছে।
গোল্ডফিসের জন্য অন্য একটা একুইরিয়াম।
বাকী একুইরিয়ামে খুব ছোট মাছ লেক থেকে ছোট নেট দিয়ে ধরে আনা।

এই মাছের গল্পের সাথে কোন কিছু মিলে গেলে তার দায় আমার নয়।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন

৫ টি মন্তব্য

  1. দীলখুশ মিঞার তোবারক নিন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    বড় মাছের পাশাপাশি ছোট মাছের বন্ধুত্বে সম্পর্ক হতে পারে না, হয় গলঃধারণের সম্পর্ক।

    আপনার কল্যাণ হোক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

Comments are closed.