চলে আয় বন্ধু তুই


কবিতাঃ চলে আয় বন্ধু তুই
কবিঃ নিলয়

———————-♪♪♪?❤)
ফুটুক গোলাপ,
বা না ফুটুক জুঁই –
চলে আয় বন্ধু
চলে আয় তুই।

এই অবেলায়
আমাদের এই বন্ধুমেলায়
ইচ্ছেঘুড়ির নাটাই হাতে
চল ফিরে যাই শিশু মেলায়,
মাতাবো ভুবন, বিভুঁই –
চলে আয় তুই!

আমরা সবাই মিলে
তুমুল আড্ডায় হারাবো
ইচ্ছে হলেই দৌড়
ইচ্ছে হলেই দাঁড়াবো!
যাবো বন ভোজনে
কুহু কুহু কুজনে
শালবন বিহারে
টক ঝাল আহা রে!
তুই ছাড়া বল –
জমবে কি? চল!

নিশিরাত ভরা চাঁদ
দল বেঁধে উজাগর
জোছনায় দেবো ডুব,
ছেলেবেলার গল্প
ভালো লাগা অল্প
ভালোবাসা নিশ্চুপ !
রাত ভরে লাগাতার
আড্ডার আড়ালে
হঠাৎ দেখবো যেন
হাত দুটো বাড়ালে
সূর্য উঠেছে ঐ –
চলে আয়, বন্ধু তুই!

অরুণ আলোর নীচে
হাসবে খিলখিল
আমাদের শৈশব কৈশর,
সোনালী আকাশে
যৌবন ঝঞ্ঝা উড়িয়ে
দুরন্ত মেঘেদের সাথে
ভেসে যাবো বাতাসে।
কদমরসে ভেজা সঘন বরষে
ভিজবো তুমুল জলে,
ভরা বাদলের তালে
কাদাজলে ফুটবলে
স্বপ্নডিঙায় ভেসে যাবো।
কি পেলাম না পেলাম ভুলে
সিক্ত হবো
নিঃশর্তে রিক্ত হবো,
দেউলিয়া সবাই মিলে!

এত সব কল্পনা
সব কিছু গল্প না
প্রাণের পরশে খুঁজি
বন্ধুরা তোরা কই?
এই অবেলায়
বন্ধুমেলায় –
চলে আয়,
চলে আয় বন্ধু
চলে আয় তুই!
———————♪♪♪❤?
– সানাউল হক নিলয় ?
০৪ আগস্ট ২০১৯, ঢাকা
(বন্ধুদিবসে সব বন্ধুদের উদ্দেশ্যে)
ওয়েবপেইজঃ www.facebook.com/Niloy.myskytofly.com
ছবিঃ সংগৃহিত

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৪.৫০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন

২ টি মন্তব্য

Comments are closed.