দশদিগন্তগামী

অনবরত বদলে যাচ্ছে যাওয়া, আমি আদম, আমি আমার হাওয়া। অনবরত বদলে যাচ্ছে তনু, আমি মনু, আমি মনুর অণু। অনবরত বদলে যাচ্ছে ঘ্রাণ, আমি কুরু, আমি ক্ষেত্র, আমিই পরিত্রাণ। এলেই যদি, যাচ্ছো কোথায় ফের? বাড়ির পরে বাড়ি আমার ঢের। হাতেপায়ে নেই জুতো, দস্তানা। আসছি আমি, যাচ্ছি আমি, দশদিগন্তগামী; আমিই আমার ট্রেন-ঠিকানা, আমিই আস্তানা।