চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে

চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে। হেরিছে রজনী রজনী জাগিয়া চকোর উতলা চাঁদের লাগিয়া কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া কুমুদীরে কাঁদাইতে। না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া হেরেছে শশীরে সরসী মুকুরে ভীরু ছায়া তরু কাঁপিয়া। কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চিরবিরহিণী রোহিণী ভরণী অবশ আকাশ বিবশা […]

আমার শ্যামা মায়ের কোলে চ'ড়ে

আমার শ্যামা মায়ের কোলে চ’ড়ে। জপি আমি শ্যামের নাম মা শ্যামা মায়ের কোলে চ’ড়ে। মা হলেন মোর মন্ত্র-গুরু ঠাকুর হলেন রাধা-শ্যাম। মা শ্যামা মায়ের কোলে চ’ড়ে । ডুবে শ্যামা-যমুনাতে, যমুনাতে আমি খেলবো খেলা শ্যামের সাথে মা শ্যাম যবে মোর হানবে হেলা মা ফুরাবেন মনস্কাম। মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে । আমার মনের দোতারাতে শ্যাম […]

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো আমার গানের মালা গো কুড়িয়ে তুমি নিও আমার সুরের ইন্দ্রধনু রচে আমার ক্ষনিক তনু জড়িয়ে আছে সেই রংয়ে মোর অনুরাগ অমিয় মোর আখি পাতায় নাই দেখিলে আমার আঁখিজল মোর কন্ঠের সুর অশ্রুভারে করে টলমল আমার হৃদয় -পদ্ম ঘিরে কথার ভ্রমর কেদে ফিরে সেই ভ্রমরের কাছে আমার […]

শাওন রাতে যদি স্নরণে আসে মোরে

শাওন রাতে যদি স্নরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে ভুলিও স্মুতি মম, নিশীথ স্বপন সম আচলের গাথামালা ফেলিও পথ পরে ।। ঝুরিবে পুবালি বায় গহন দূর বনে রহিবে চাহি তুমি একেলা বাতায়নে বিরহি কুহু কেকা গাহিবে নীপশাখে যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে বিজলী দ্বীপশিখা খুজিবে তোমায় প্রিয়া দুহাতে ঢেকো আখি […]

গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়

গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায় কে যেন আমারে ডাকে সে কি তুমি? সে কি তুমি? সে কি তুমি? কার স্মৃতি বুকে পাষানের মত ভার হয়ে যে থাকে সে কি তুমি, সে কি তুমি? কাহার ক্ষুধিত প্রেম যেন হায় ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায় কার সকরুন আঁখি দুটি যেন রাতের মত মুখপানে চেয়ে থাকে সে কি তুমি? […]

তোমারি আঁখির মত আকাশের দুটি তারা

তোমারি আঁখির মত আকাশের দুটি তারা চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা। সে কি তুমি? সে কি তুমি? ক্ষীণ আঁখিদীপ জ্বালি বাতায়নে জাগি একা অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা সহসা দখিনবায়ে চাঁপাবনে জাগে সাড়া। সে কি তুমি? সে কি তুমি? তব স্মৃতি যদি ভুলি ক্ষণতরে আনকাজে কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে। বৈশাখী ঝড়ে […]