রাত তখন তিনটা । একটা রহস্যময় মহাকাশযান রক্তিম আলো ছড়িয়ে আকাশ থেকে নেমে এল পৃথিবীতে। তার ভিতরে দেখা গেল রুপালি রঙের পোষাকে আবৃত বৈজ্ঞানিক যন্ত্রপাতি সজ্জিত ভিনগ্রহের কয়েকটি অচেনা প্রানী । ২৭ ডিসেম্বর ১৯৮০ সালে পূর্ব ইংল্যান্ডের সাফোক অরণ্যে খুব কাছ থেকে গোপন সামরিক লোকজনসহ শ দুয়েক মানুষ এদৃশ্য প্রত্যক্ষ করে। পরবর্তীকালে ব্রিটেনের বহুল প্রচারিত […]
ভিনগ্রহের প্রানী ও মানবজাতি
তৌফিকুল ইসলাম চৌধুরীর গবেষনা ভিত্তিক প্রকাশনা ।