বাটপার

বাড়ির নিচে এসে থমকে গেলাম, মনে হলো এতদূর এসে উপরে উঠতে পারব না আর। বুকে চাপ চাপ ব্যথা হবে, তার চেয়ে সিঁড়ির গোড়ায় বসে জিরিয়ে নিই। ধাপে ধাপে যাওয়া পাথরের সিঁড়ির পঁচাত্তরখানা ধাপ। বাপ তার ছয় ভাইকে সাথে নিয়ে বরইটিকি থেকে পাথর কেটে এনে বাবাজিরা বানিয়েছিলেন এই সিঁড়ি। মাঝখানে পাঁচ হাতের একটা ল্যান্ডিং আছে, একটা […]