এলেবেলে -২৩

যে সময় বাংলাদেশের ফুটবলের মর্মান্তিক পরিণতির সংবাদ দেখছি, ঠিক সে সময় ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত বাছাই পর্বের লাইভ খেলা দেখছি।

ইরাক বলতে আমাদের চোখের সামনে যে চিত্র ভেসে উঠে অথচ ফুটবলে তার বিপরীত সম্ভাবনা দেখা যায়। সদ্য সমাপ্ত অলিম্পিকে ইরাক ব্রাজিলের সাথে ড্র করে সবার নজর কেড়েছে। এখন তারা বিশ্বকাপের চুড়ান্ত পর্বে র বাছাইয়ে ব্যস্ত। গত সপ্তাহে তারা জাপানের সাথে প্রায় ড্র করে ফেলছিল।

উল্লেখ্য নিরাপত্তার কারনে অলিম্পিক থেকে শুরু করে বিশ্বকাপ খেলার জন্য নিজের দেশের মাঠ ব্যবহার করতে পারে না। বিদেশে গিয়ে হোম ম্যাচ খেলতে হয়।

আর আমরা এত সুবিধা পেয়েও পিছিয়ে যাচ্ছি।
সবকিছুকে রাজনীতি করন ঠিক নয়।

ক্রমবর্ধমান জনসংখ্যার ভার সামলাতে প্রতিদিন হ্রাস পাচ্ছে কৃষি জমি এই অবস্থা থেকে মুক্তি পেতে দেশের ফুটবল মাঠ গুলোতে কৃষি কাজে ব্যবহার করা হোক (গরুর বাজারের মতো )। শহরের মধ্যে যে সব মাঠ আছে সেখানে বহুতল বাড়ি তুলে খোলাবাজারে বিক্রীর ব্যবস্থা করা হোক।

বছর খানেক আগের লিখা …।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন

৩ টি মন্তব্য

  1. আমরা যথেষ্ঠ সুবিধা পেয়েও প্রায় প্রতিটি ক্ষেত্রে দিনদিন পিছিয়ে যাচ্ছি।
    সবকিছুকে রাজনীতি করন ঠিক নয়; কারণ এই অভিশাপ জাতির উন্নয়ন পঙ্গু করে দেয়।

Comments are closed.