হাহাকার শুধু হাহাকার

ভেতরেই বসে আছি দুইটি দশক মুক্ত আকাশের পাখি কেন স্ব-ইচ্ছায় হয় খাঁচাবাসী_ বোঝা মুশকিল বড়ো। মুক্ত বাণিজ্যের এই যুগে আকাশও মুক্ত নয় জানি, সর্বত্রই রুদ্ধশ্বাস বাণিজ্যের মেলা;_তাকে ঘিরে রকমারি মুখোশের বিশাল কাফেলা। ক্রেতা ও বিক্রেতা সবাই মুখোশ। কে না জানে বণিক সমাজে মুখোশের মাজেজা অসীম! মুখোশের মজলিসে আমি আগন্তুক আজীবন। বাইরে ঝাঁঝালো রোদ, পেছনে ছায়ার […]