নীতিমালা

‘সেতুবন্ধন’-এ আপনাকে স্বাগতম। ‘সেতুবন্ধন’-এ নিবন্ধন করার সময় এর ‘নীতিমালা’ পড়ে নিন । ‘সেতুবন্ধন’-একেউ নিবন্ধন করলে ধরে নেওয়া হবে তিনি ‘নীতিমালা’ পড়েছেন এবং তাতে সম্মতি জ্ঞাপন করেছেন। প্রকাশিত লেখার বক্তব্য, মত ও স্বত্ব লেখকের নিজস্ব। এখানে প্রকাশিত লেখার আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব সেতুবন্ধন কতৃপক্ষ বহন করে না।’সেতুবন্ধনের’-এর উদ্দেশ্য মত প্রকাশের পরিসর বাড়ানো, সৃষ্টিশীলতাকে উৎসাহ দেওয়া, লেখক-পাঠক যোগাযোগের মাত্রা প্রসারিত করা। আমরা আশা করি, ‘নীতিমালা’ মেনে ইতিবাচকভাবে এসব সুযোগ ব্যবহার করবেন।
নীতিমালাঃ

*বাংলাদেশে প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো লেখা প্রকাশ করা যাবে না।
*কোনো লেখার মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন-কানুন লঙ্ঘন করা যাবে না।
* আপনাকে অবশ্যই বাংলাতে পোষ্ট ও মন্তব্য করতে হবে এবং অবশ্যই ইউনিকোড ব্যাবহার করে লিখতে হবে।
* সঠিক বিভাগে আপনার লেখা পোষ্ট করার চেষ্টা করুন।
* কর্তৃপক্ষ আপনার লেখা প্রয়োজনবোধে সম্পাদনা, স্থানান্তর এবং মুছে দেবার অধিকার সংরক্ষন করে।
* কপিরাইটের ব্যাপারে সচেতন থাকুন। কপিরাইট আছে এমন কিছু পোস্ট করতে চাইলে এ সম্পর্কিত নিয়ম মেনে চলুন। কোন সদস্য কপিরাইট আইন ভঙ্গ করলে তার জন্য কর্তৃপক্ষ কোন দায়- দায়িত্ব গ্রহণ করবে না।
* কাউকে ব্যাক্তিগত আঘাত করা থেকে বিরত থাকুন।
* ধর্মগ্রন্থের বাণী ত্রুটিপূর্ণভাবে উদ্ধৃত করা যাবে না। এমনভাবে ধর্মগ্রন্থের বাণী উদ্ধৃত করা যাবে না, যাতে ধর্ম বা বাণীর অসম্মান হয়।প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তিকে হেয় করে কোনো মন্তব্য করা যাবে না।
* বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অবমাননা ও কটাক্ষমূলক কোনো লেখা প্রকাশ করা যাবে না।
* কোন ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর মন্তব্য কিংবা লেখা পোস্ট থেকে বিরত থাকুন।
*নারীর প্রতি অবমাননা, আক্রমণ ও নিপীড়নমূলক কোনো লেখা প্রকাশ করা যাবে না।
*কোন লেখা আগে কোথাও প্রকাশ করা হলে তা উল্লেখ করুন।
* যে কোন ব্যাপার নিয়ে অভিযোগ বা আপত্তি থাকলে তা কর্তৃপক্ষকে জানান।
* কোনো ভাবেই ইউজার নাম পরিবর্তন করা যাবে না।
* কোন ব্যাক্তি একাধিক ইউজার নেম ব্যবহার করে এখানে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।
* কর্তৃপক্ষ কোন সদস্যের লেখা লেখকের অনুমতিক্রমে যে কোন গণমাধ্যমে প্রকাশের অধিকার রাখে।
* কোন কারনে ডাটাবেস থেকে অনিচ্ছাকৃত ভাবে লেখা বা অন্য কোন তথ্য মুছে গেলে সেজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই সকল সদস্যকে তাদের বিশেষ গুরুত্বপূর্ন লেখা বা পোস্ট নিজ দায়িত্ব্বে সংরক্ষণ করতে হবে।
* কোনো ব্লগারের অবৈধ বা বেআইনি কর্মকাণ্ডের জন্য যদি সেতুবন্ধন মামলার সম্মুখীন হয় তবে মামলার সম্পূর্ণ খরচ উক্ত ব্লগারকে বহন করতে হবে।
* উপরোক্ত নীতিমালার কেউ কোনোটি ভঙ্গ করলে তার সদস্যপদ বাতিল করা হবে।
* প্রয়োজনে নীতিমালা যে কোনো সময় পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন যোগ্য।

One thought on “নীতিমালা”

মন্তব্য করুন