নিশীথে কী কয়ে গেল মনে

নিশীথে কী কয়ে গেল মনে
কী জানি, কী জানি।

সে কি ঘুমে, সে কি জাগরণে
কী জানি, কী জানি।।

নানা কাজে নানা মতে
ফিরি ঘরে, ফিরি পথে–
সে কথা কি অগোচরে
বাজে ক্ষণে ক্ষণে।
কী জানি, কী জানি।।

সে কথা কি
অকারণে ব্যথিছে হৃদয়,
একি ভয়, একি জয়।

সে কথা কি
কানে কানে বারে বারে কয়
আর নয়’ ‘আর নয়’।